কথায় বলে পানিতে থেকে কখনও কুমিরের সঙ্গে বিবাদ করতে নেই। কিন্তু বিবাদ তো দূরের কথা, টেক্সাসের এই মানুষটি তো রীতিমতো ভাব জমিয়ে ফেলেছেন কুমিরের সঙ্গে। তাও আবার পানিতে থেকে নয়, একেবারে ঘড়ে থেকেই।
নিচের ভিডিওটি দেখলেই বুঝবেন, টেক্সাসের এই মানুষ নিজের ঘরে নিয়ে এসেছেন একটি কুমিরকে। ঠিক যেমন পোষ্য বিড়াল বা কুকুর থাকে। আর নিজের পোষ্যের মতোই আদর করে কুমিরটিকে মাংস খাওয়াচ্ছেন মাত্র একহাত দূরত্ব থেকে! দেখে নিন সেই ভিডিওটা-
বিডি প্রতিদিন/৩ আগষ্ট ২০১৬/হিমেল-০২