ভারতের উত্তরপ্রদেশে প্রশাসন ও পুলিশের নাকের ডগায় দেদার বিক্রি হচ্ছে ধর্ষণের ভিডিও। নাবালিকা থেকে শুরু করে গৃহবধূ- গ্রাহকের চাহিদা মাফিক সবরকম ভিডিও মিলবে। ধর্ষণের নৃশংসতা ও কত মিনিটের ক্লিপিংস, সেই মোতাবেক ভিডিও-র দাম স্থির করা হচ্ছে। ৩০ সেকেন্ড থেকে ৫ মিনিট- রয়েছে সব রকমের ভিডিও। দাম মাত্র ৫০ রুপি থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০ রুপি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, একটা সময় ছিল যখন রাজ্যে পর্ন ভিডিও ক্লিপিংস লুকিয়ে বিক্রি হত৷ কিন্তু ইন্টারনেট চলে আসার পর পর্ন ভিডিও-র চাহিদা এখন আর নেই৷ বরং চাহিদা বেড়েছে বাস্তবে নারীদের ধর্ষণের ভিডিওর।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রাজ্যের বেলালগঞ্জ, বালকেশ্বর, কমলানগর-এর মতো শহরে এরকম ভিডিও কিনতে পাওয়া যাচ্ছে প্রকাশ্যে। একই ছবি মীরাটসহ অন্যান্য শহরেরও। কয়েকদিন আগে এখানেই ২১ বছরের এক কিশোরী অনলাইনে তার নগ্ন ভিডিও দেখতে পেয়ে আত্মহত্যা করেন। তবু হুঁশ ফেরেনি প্রশাসনের।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব