তিনি মডেল। তাও আবার অত্যন্ত সেনসেশনাল। নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করার পর থেকেই বিশ্বজুড়ে হৈ চৈ। তার নাম রিসা হিরাকো। বাড়ি টোকিওতে।
যদিও, এই তার সম্পর্কে এই তথ্যটি এমনকিছু বড় বিষয় নয়। তবে, যে ঘটনাটি ঘিরে এত হৈ চৈ তা হল তার বয়স। ৪৫ বছর বয়সেও অষ্টাদশী অবয়ব ধরে রেখেছেন এ মডেল।
অনলাইনে তার ছবি দেখে অনেকেই তার রূপের রহস্য জানতে চান। কেউ কেউ রাখঢাক রেখে প্রশ্ন করে বসেন- আপনার বয়স কত? কেউ কেউ বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তাতে অবশ্য মডেল রিসা কিছুই মনে করেননি। বরং তিনি তার সত্যিকারের বয়সটাই জানিয়ে দিয়েছেন সবাইকে। তিনি জানান, তার বয়স এখন ৪৫। নিয়মিত শরীরচর্চা, প্রচুর টাটকা ফল ও সামুদ্রিক মাছ খাওয়া, পর্যাপ্ত পানি পান আর লাল মাংস এড়িয়ে চলার কারণেই হয়ত বয়সটা ধরে রাখতে পেরেছেন। তবে তিনি প্রচুর পরিমান গাজর খান বলেও জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ