পুলিশ ঘুষ চেয়েছিল ১০০ টাকা। আর তা না দিতে পারার চরম মূল্য দিতে হল দুই যুবককে। পুলিশের হাতে বেদম মার খেয়ে মৃত্যু হল তাদের। এমনই অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরিতে।
অভিযোগ, শুক্রবার ভোর ৪টার দিকে মেইনপুরি দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করে পুলিশের দল। ট্রাকের ছিলেন চার ব্যাক্তি। সবাইকে আটক করে থানায় আনা হয় এবং প্রচণ্ড মারধর করা হয়। মারের চোটেই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, পানিতে ডুবে মৃত্যু হয়েছে তাদের।
তবে, মৃতদের পরিবারের অভিযোগ। ১০০ টাকা ঘুষ না দিতে পারায় পুলিশের মারেই মৃত্যু হয়েছে দুই যুবকের। পরে প্রমাণ সংগ্রহের জন্য কাছের নদীতে ফেলে দেওয়া হয় মৃতদেহগুলো। শনিবার ময়নাতদন্তেও মৃতদেহ দুটিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুই হোমগার্ডসহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব