গত সপ্তাহে 'গ্র্যানি' নামের একটি খুনি তিমিকে প্রশান্ত মহাসাগরে ভেসে উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের উপকূলের তিমি পর্যবেক্ষণকারীরা। তিমিটির বয়স ১০৫ বছর। খবর দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইলের।
গত কয়েক দশক ধরেই বিজ্ঞানীরা গ্র্যানিকে পর্যবেক্ষণ করছেন। তিমিটির নাম রাখা হয়েছে জে ২। এই ধরনের তিমিরা সাধারণত সর্বোচ্চ ৫০ বছর বাঁচে। কিন্তু কিছু কিছু তিমি ১০০ বছর পর্যন্তও বাঁচে। গ্র্যানিকে সর্বপ্রথম ১৯৭১ সালে শনাক্ত করা হয়, তখন তার বয়স ছিল ৬০। তবে বয়স নির্ণয়ে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাতেও গ্র্যানির বয়স ৯০ এর বেশিই হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ আগস্ট, ২০১৬/ আফরোজ