মদ পানের অপরাধে গোটা গ্রামকে জরিমানা করলো জেলা প্রশাসন। জরিমানার কবলের পড়া গ্রামটি হলো ভারতের বিহারের কৈলাসপুরি। ওই গ্রামের প্রত্যেক পরিবারকে জরিমানা বাবদ গুনতে হবে পাঁচ হাজার টাকা।
বিহারে মদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে গত ৫ এপ্রিল থেকে। কিন্তু নিষেধাজ্ঞা মানেনি কৈলাসপুরির বাসিন্দারা। আর সরকারের আদেশকে অমান্য করার ফল হাঁড়ে হাঁড়ে টের পেলো পুরো গ্রাম।
মঙ্গলবার নালন্দার জেলা প্রশাসন ওই গ্রামের জরিমানার বিষয়ে এই সিদ্ধান্তটি নেয়। রাজ্যে মদ নিষিদ্ধ হবার পর জরিমানা হওয়ার ঘটনা এই প্রথমবার ঘটল। ডিসট্রিক্ট ম্যজিস্ট্রেট জানিয়েছেন, গ্রামের ৫০ টি বাড়ির প্রত্যকটি থেকে তারা মদের বোতল উদ্ধার করেছেন। নিতিশ সরকার মদের উপর নিষেধাজ্ঞা জারি করলেও এই গ্রামে দেদার মদের ব্যবসা চলছে। আইন লঙ্ঘন করার জরিমানা একলক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন ডিসট্রিক্ট ম্যজিস্ট্রেট।
বিডি-প্রতিদিন/এস আহমেদ