কাজে যাওয়ার সময় বাবার খেয়ালই ছিল না গাড়িতে ঘুমিয়ে রয়েছে তার ৭ মাসের শিশুটি। কাজে যাওয়ার সময় ছেলেকে যে কেয়ার সেন্টারে রাখতে হবে, সেটাও ভুলে গিয়েছিলেন বাবা। তাই সাত মাসের সন্তানটি রয়ে গেল এসইউভি গাড়িতেই। ভোর ৬ টা ১৫ থেকে দুপুর ৩ টা পর্যন্ত গাড়িতেই আটকা পড়ে রইল শিশুটি। বন্ধ গাড়িতে এক সময় দম আটকে মৃত্যু হল তার।
শুক্রবার মার্কিন যুক্তরাষ্টের হেলটসে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। জানা গেছে, দুপুরে ওই অঞ্চলে গাড়ির ভিতরে প্রায় ১০০ ডিগ্রির কাছে তাপমাত্রা পৌঁছেছিল। আর তাতেই হিটস্ট্রোকে মারা যায় শিশুটি।
এমন ঘটনা ওই অঞ্চলে বিশেষ অস্বাভাবিক নয়। কখনও বাবা-মা’র অবহেলায় কিংবা অতিরিক্ত গরমে এমন দুর্ঘটনার শিকার হয় ছোট শিশুরা।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-১৩