জমি দেখতে গিয়ে হঠাৎ বাঘের খপ্পরে পড়েছিলেন ভারতের উত্তর প্রদেশের বরাইচে গ্রামের বিদ্যাবতী। প্রায় ২০ মিনিট ধরে বাঘের সঙ্গে লড়াই করে জিতলেন তিনি। তবে ক্ষতবিক্ষত হয়েছেন বিদ্যাবতী। তাঁর চিৎকারে ততক্ষণে হাজির হয় গ্রামবাসী। তবে বাঁচাতে নয়, বাঘ-মানুষের যুদ্ধ দেখতে।
বরাইচের কতরনিয়া ঘাট এলাকায় বরখড়িয়া সংরক্ষিত বনভূমিতে এই ঘটনাটি ঘটে। জানা গেছে আনন্দনগরের বাসিন্দা বিদ্যাবতী জঙ্গলের কাছের একটি জমিতে যান। সেখানে গিয়েই বাঘের খপ্পরে পড়েন তিনি। ভয় পেলেও বাঁচার জন্য বাঘের সঙ্গেই লড়বেন বলে মনস্থির করেন তিনি। প্রায় ২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই হয় তার।
এসময় বিদ্যাবতীর চিৎকারে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে হাজির হতেই পালিয়ে যায় বাঘটি। তখনই বনবিভাগকে খবর দেওয়া হয়। বনবিভাগের এক কর্মকর্তা বিদ্যাবতীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর তাকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। প্রাণে বাঁচলেও বাঘের সঙ্গে লড়ে বেশ জখম হয়েছেন বিদ্যাবতী। ঘটনার জেরে বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/হিমেল-১২