১০ মিটার উচু একটি ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। দক্ষিন চীনের সিচুয়ান প্রদেশের লুসহান সিটিতে গত বহস্পতিবার এ ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিওসহ দেশটির জনপ্রিয় টিভি চ্যানেল সিসিটিভি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, ঐ নারী ব্রিজ থেকে ঝাপ দেওয়ার পর পরই তার স্বামীও তাকে বাঁচানোর জন্য ঝাপ দেয়। এর ঠিক পরেই এক পুলিশ কর্মকর্তা ঐ নারীকে বাঁচাতে ঐ নদীতে নামেন। ভিডিওতে দেখা যায় একটি ব্যস্ত সড়ক দ্রুত পার হয়ে ব্রিজ থেকে ঝাপ দেন ঐ নারী এবং তার পেছনেই তাকে অনুসরণ করছিলেন তার স্বামী। একটু পর তিনিও ঝাপ দেন।
এরপর ২৪ বছরের এক পুলিশ কর্মকর্তা ডুব দিয়ে সেই নদী থেকে ঐ নারীকে উদ্ধার করেন। এসময় আরও তিন কর্মকর্তা ঐ নারীর স্বামীকেও উদ্ধার করেন। ঐ দম্পতির মাঝে ঝগড়া হওয়ায় ঐ নারী আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। দেখুন সেই ভিডিও-
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/হিমেল-২০