রাস্তার ট্রাফিক সিগন্যালটা লাল হয়ে রয়েছে। রাস্তার ওপারে দাঁড়ানো একটা বিশাল সাইজের ট্রাক অর্থাৎ কন্টেনার। হঠাৎ এদিক থেকে সিগন্যাল ভেঙে ধেয়ে গেল একটা কালো রঙের গাড়ি। আর তারপর সোজা গিয়ে ধাক্কা দিল কন্টেনারটিকে।
ধাক্কার অভিঘাতে 'ধুলার মত' রাস্তার উপর গুঁড়িয়ে পড়ল গাড়িটির সামনের অংশ। বেরিয়ে এল ধাতব অংশ। মারাত্মক! খুব স্বাভাবিক ভাবেই গাড়িচালক বা আরোহীদের কি হল, সে প্রশ্ন আর জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না।
ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে চীনে। দুর্ঘটনার CCTV ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। দেখুন সেই CCTV ফুটেজটি-
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-০১