দূর থেকে তীক্ষ্ণ নজর ছিল। ভেবেছিল শত্রুকে 'ঘায়েল' করে ঠিক নিজেকে বাঁচিয়ে নেবে বন্ধু। কিন্তু কিছু সময় পেরোতেই ভুল ভাঙে। বন্ধুকে এমনভাবে প্যাঁচে ফেলছে, যে মৃত্যু নিশ্চিত।
এরপর আর কিছু না ভেবেই বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল সে। এ হল দুই টিকটিকি আর এক সাপের গল্প। তাদের মধ্যে একজন সাপটির খপ্পরে পড়তেই আরেকটি টিকিটিকির শুরু হয় লড়াই। দেখুন সেই ভিডিওটি-
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-০৬