বর্তমানে স্মার্ট ফোনের যুগে সকলের কাছেই সহজলভ্য পর্নোগ্রাফি। গবেষণা বলছে, যে সমস্ত যুবকরা অত্যাধিক পর্নো দেখে তাদের মধ্যেই বৃদ্ধি পায় যৌন উত্তেজনা। ফলে শিশু ও নারীদের উপর বৃদ্ধি পাচ্ছে যৌন নির্যাতনের ঘটনা।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নের একদল গবেষক জানিয়েছেন, যুবকদের এই প্রবণতা কমানোর একমাত্র পথ পর্নো দেখা কমানো।
গবেষকরা কথা বলেছিলেন বিভিন্ন সামাজিক অবস্থানের ১৪ জন টিনেজারের সঙ্গে। তারা লক্ষ্য করেছেন যুবকদের মধ্যে যৌন বিকৃতি বেড়ে যায় যখন সে নিজেও কোনও ভাবে যৌন অত্যাচারের সম্মুখীন হয়ে থাকে। তাদের আগের গবেষণায় উটে এসেছিল ছ'বছর বয়সের শিশুরা সবচেয়ে বেশি যৌন অত্যাচারের সম্মুখীন হয় এবং তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করে থাকে ১২ বছরের টিনেজাররা।