ছোট্ট এই পিঁপড়াটির ইংরেজি নাম ভ্যালভেট অ্যান্ট। বৈজ্ঞানিক নাম মিউটিলিডাই। এই পিঁপড়ার কামড়ে গরু মারা যায় বলে এটি গরু-ঘাতক পিঁপড়া হিসেবেও বিখ্যাত।
জানা যায়, তুলতুলে ছোট্ট এই পিঁপড়াটি কামড় দিলে অন্তত আধাঘণ্টা ধরে যন্ত্রণায় ভুগতে হবে। তবে পিঁপড়া হিসেবে পরিচিত হলেও এটি আসলে পিঁপড়া নয়! এটি বোলতা জাতীয় একটি প্রজাতির প্রাণী। এটির মধ্যে নারী ভ্যালভেটের প্রায় এক ইঞ্চি লম্বা হুল থাকে। এই হুলটি বসিয়েই টার্গেটকে কুপোকাত করে থাকে ছোট্ট প্রাণীটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20