ঘটনাটি এ বছরের সেপ্টেম্বরের ২৯ তারিখের বিকেল বেলার কথা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন শহরে এক ব্যস্ত সড়কে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ট্রাকটিতে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া থাকা স্বত্তেও নিরাপত্তা প্রহরীদের মনোযোগ অন্য দিকে থাকার কারণে ঘটে গেল এক ভয়াবহ চুরি।
সেই সুযোগে ট্রাক থেকে একটি বালতি চুরি করে এক ব্যক্তি। ট্রাক থেকে একটি বালতি তুলে নিয়ে সোজা হাঁটতে লাগলেন তিনি। তবে সেই বালতিটি ভর্তি ছিল ৪৯ কেজি সোনায়। যার দাম প্রায় ১৫ লাখ ডলার। যার বাংলাদশি মূল্য ১৩ কোটি টাকা।
পুরো ঘটনাটি ধরা পড়ে রাস্তায় থাকা ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায়। গত মঙ্গলবার ম্যানহাটন শহর পুলিশ প্রকাশ করে এই ভিডিওটি।
ভিডিওটি দেখা যায়, সবুজ জামা পরা এক ব্যক্তি ট্রাক থেকে একটি বালতি তুলে নিয়ে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল বালতিটি বেশ ভারি। বালতিটি নিয়ে রাস্তার লোকজন ও গাড়ির মধ্য দিয়ে ব্যস্ততার সাথেই হাঁটছিলেন তিনি।
৫০ থেকে ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে কোথাও দেখে থাকলে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। তবে বালতির মধ্যে কী আছে তা আদতেই ওই ব্যক্তি জানতেন কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৩