নিজের ঘরে নিত্যদিন মিলনের একঘেয়েমি কাটাতে বাইরে ঘুরতে যান অনেক দম্পতি। কিন্তু, নিজের ঘরের একঘেয়েমি কাটাতে ভাড়াটের ঘর বেছে নিয়েছিল এক ব্যক্তি। আর সেটাই কাল হয়ে দাড়াল বাড়ির মালিকের। ভাড়াটের ঘরে ঢুকে যৌনকর্মে লিপ্ত হওয়ার কারণে ঠাঁই হল কারাগারে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডো প্রদেশে। বেশ কিছু দিন ধরেই ঘরগুলি অগোছালো দেখে সন্দেহ জেগেছিল ভাড়াটে লোগান পাইরেসের। সেই কারণে ঘরের মধ্যে সিসিটিভি বসিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ঘরের ভিতরের ভিডিও সরাসরি দেখার জন্য তা যুক্ত করা ছিল লোগানের মোবাইলের সঙ্গে। সেখানেই দেখতে পেয়েছেন মালিকের চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ। ভাড়াটের ঘরে ঢুকে এক নারীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হচ্ছে বাড়ির মালিক। শুধু তাই নয়, মিলনের আগে ভাড়াটের স্ত্রীর বিয়ের পোশাক বিছানার উপরে লণ্ডভণ্ড করে রাখছে মালিক। সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে ওই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ভাড়াটের স্ত্রীর পোশাকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ডিএনএ টেস্টের জন্য।
অভিযুক্ত বাড়ির মালিককে সিসিটিভির বিষয়ে আগেই সতর্ক করেছিলেন ভাড়াটে। তবুও মালিক সেই কথায় কর্ণপাত না করায় খুব অবাক হয়ে গিয়েছেন ভাড়াটে লোগান। শুধু তাই নয় সিসিটিভি ফুটেজে বাড়ির মালিককে দেখে অবাক গিয়েছিলেন লোগান।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৬/হিমেল