দেশ বিদেশে তরুণরাই মূলত হালফ্যাশনে বেশি সচেতন থাকে। আর সে জন্য ফ্যাশন মডেল হিসেবে তরুণ-তরুণীদেরই কদর বিশ্বজুড়ে। কেননা ফ্যাশন মডেলদের থাকতে হয় চমৎকার গায়ের গড়ন ও শৈল্পিক চলার ভঙ্গি।
সম্প্রতি এই ধারণাকে ভুল প্রমাণ করেলেন, ওয়াং দাশুন (Wang Deshun) নামে চীনের ৮১ বছরের এক বুড়ো! বয়স বেশি হলেও শরীরটা তার তারুণ্য আর লাবণ্যে ভরপুর। মার্শাল আর্টও ভাল জানেন। অশীতিপর এই মডেলের ক্যাটওয়াক-প্রতিভার কথা তাই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েই।
জানা যায়, বয়স ৫০ পার হওয়ার পরই তিনি জিমে যাওয়া শুরু করেছেন। আর তিনি মনেই করেন না যে, তাতে খুব বেশি দেরি হয়ে গেছে! এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘তুমি নিজে ছাড়া তোমার সাফল্য কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’।
বিডি প্রতিদিন/এ মজুমদার