যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে! বিমানসেবিকার পোশাক 'অপছন্দ'। আর তার খেসারত দিতে হল যাত্রীদের।
শনিবার রাতের ঘটনা। রাত দেড়টায় মুম্বাই থেকে নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৯১ বিমানটির। কিন্তু বাধ সাধল কেবিন ক্রু প্রধানের পোশাক। ওই নারী নিজের ইউনিফর্মটি বিনা ইস্ত্রি করেই পরে কাজে এসেছিলেন। ফলে তাকে বিমান থেকে নেমে যেতে বলা হয়। পরিবর্তে অন্য এক নারী প্রধানকে আনা হয়। আর এই পুরো ঘটনায় প্রায় দু'ঘণ্টা সময় নষ্ট হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। অবশেষে রাত দেড়টার বিমান ছাড়ে ভোররাত সোয়া ৩টা নাগাদ।
তবে ওই প্রধানের কোনও শাস্তি হয়েছে কি না, সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/এস আহমেদ