ভারতের উত্তরপ্রদেশের ফরিদপুরে বাড়ি থেকে অর্থ-গয়না নিয়ে হঠাৎ উধাও ১৪ বছরের কিশোর ছাত্র! দুশ্চিন্তায় পরিবার। একই সাথে ছাত্রের স্কুল শিক্ষিকারও খোঁজ মিলছে না। আর এতেই শুরু তোলপাড়। পরে জানা গেল, ওই স্কুল শিক্ষিকার হাত ধরেই পালিয়েছে কিশোর ছাত্র। তবে ওই কিশোর ছাত্র এবং শিক্ষিকার বাড়ির পক্ষ থেকে একে অন্যের উপর দায় চাপানো হয়েছে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১ ডিসেম্বর রাতে। সোমবার সকালে কিশোরের পরিবার শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই খবর পেয়ে থানায় পাল্টা অভিযোগ দায়ের করে শিক্ষিকার পরিবারও।
কিশোরের পরিবারের দাবি, ওই শিক্ষিকা তাকে ফুসলিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছেন। আর শিক্ষিকার পরিবারের পাল্টা অভিযোগ, ওই ছাত্রই না কি তাকে অপহরণ করেছে।
ঘটনার পর দেশটির পুলিশ জানিয়েছে, ১ ডিসেম্বর রাত থেকে কিশোর এবং স্কুলের ওই শিক্ষিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায়, ওই শিক্ষিকার সঙ্গেই কিশোর পালিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার