৪৪ বছর বয়সেও স্কটল্যান্ডের বাসিন্দা মোহাম্মদ আবাদের রক্ষা নেই। প্রতিদিন ফোন কল আসে বিভিন্ন বয়সের নারীদের। সকলেই চান আবাদের সঙ্গে একবার যৌন সম্পর্ক স্থাপন করতে। এর একটাই কারণ, আবাদের কৃত্রিম যৌনাঙ্গ!
ঘটনার সূত্রপাত হয় ছোটবেলায়। মাত্র ছ’বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন আবাদ। যৌনাঙ্গটি প্রায় পুরোটাই বাদ দিতে হয়। পরে ডাক্তাররা আবাদের শরীরে অন্যান্য অংশ থেকে মাংস নিয়ে ৮ ইঞ্চির কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করে দেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পাল্টে যায় আবাদের জীবন। নারীদের ফোন আসতে শুরু করে তার কাছে। প্রত্যেকেই একবার তার শয্যাসঙ্গী হতে চান। এ ব্যাপারে আবাদের জানান, বিভিন্ন বয়সের নারীর সম্মুখীন হয়েছেন তিনি। প্রত্যেকেরই একই চাহিদা। আর এই চাহিদা পূরণ করতে করতে হাঁপিয়ে উঠেছেন স্কটল্যান্ডের এই বাসিন্দা! এবার সাময়িক বিরতি চান তিনি।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল