রাস্তার মধ্যে একটা বিশাল গর্ত। আর গর্ভ ভর্তি পানি। রাস্তা দিয়ে যাওয়ার সময় গর্তের সেই পানিতেই তলিয়ে গেল আস্ত দু'টি গাড়ি। মৃত্যু হল একজনের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান অ্যান্টোনিওতে এ দুর্ঘটনাটি ঘটে। খবর জি নিউজের।
খবরে বলা হয়, রাস্তার নিচে নর্দমার পাইপ ছিল। আর সেই পাইপ ফেটেই বিপত্তি। ১২ ফিট গভীর গর্ত। সেই গর্তের মধ্যেই তলিয়ে যায় গাড়ি দুটি।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে পাইপে একটি জয়েন্ট রয়েছে। সেই জয়েন্ট খুলে গিয়েই বিপত্তি। ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় একজনের। অপর এক আহতকে উদ্ধার করা সম্ভব হয়।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব