নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাসপোর্ট নবায়নের আবেদন জানিয়েছিলেন এশিয়ান বংশোদ্ভূত রিচার্ড লি। কিন্তু, নিউজিল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পাসপোর্ট সার্ভিসে তার আবেদন বাতিল হয়ে যায়। কারণ, অনলাইন ফেস রিকগনিশেন সফ্টওয়্যার ছবিতে রিচার্ডের চোখই খুঁজে পায়নি।
তাকে জানানো হয়, আপনি যে ছবি আপলোড করতে চাইছেন তা আমাদের শর্ত পূরণ করছে না। কারণ, এখানে চোখ বন্ধ আছে।
আদতে তাইওয়ানের বাসিন্দা রিচার্ডেরও অন্য এশিয়ান বংশোদ্ভূতদের মতোই চোখের আকার ছোট। কিন্তু, এই কারণে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার ঘটনা বিরল। যদিও গোটা ঘটনায় অপমানজনক কিছু দেখছেন না পেশায় DJ রিচার্ড।
কিন্তু, বন্ধুদের বদৌলতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২২ বছরের রিচার্ডের অভিজ্ঞতা। এরপর থেকেই সমালোচনা শুরু হয়েছে। অধিকাংশই ঘটনাটিকে ‘বর্ণবৈষম্য’ বলে অভিযোগ করেছেন। কেউ কেউ তো সফ্টওয়্যারটিকেই ‘বৈষম্যমূলক’ বলে কটাক্ষ করেছেন।
যদিও বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি হিসেবেই দেখছেন নিউজিল্যাণ্ড প্রশাসন। তাদের পক্ষ থেকে এক মুখপাত্র বলেন, ‘আমাদের সফ্টওয়্যার বিশ্বের মধ্যে সেরা। এটা লাইট কম থাকার ফলে হয়েছে। অন্য কোনো কারণ নেই এখানে।’
বিডি-প্রতিদিন/এস আহমেদ