ভারতের সল্টলেকে হামলাকারীদের হাত থেকে মালিককে বাঁচাতে এগিয়ে এসেছিল পোষা কুকুর ড্যানি। কিন্তু হামলাকারীদের হাত থেকে রেহাই পেল না কুকুরটি! বাঁশের ঘা পড়ল কুকুরটির গায়ে, মাথায়, পায়ে। আহত অবস্থায় কুকুরটিকে তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো খালে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে।
জানা যায়, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে জেরে এ ঘটনা ঘটে। আর সেই সংঘর্ষের সময়ই হামলাকারীদের রোষের শিকার হয়েছে বাড়ির পোষ্য কুকুরটি। দেশটির পুলিশ জানায়, এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে সল্টলেকের ত্রিনাথপল্লি। গোলমাল বাঁধে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সর্দারের গোষ্ঠী এবং স্থানীয় নেতা নারায়ণ মণ্ডলের গোষ্ঠীর মধ্যে। গোষ্ঠীসংঘর্ষের ওই ঘটনা নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন নারায়ণ ও প্রবীর। দোষীরা শাস্তি পাবে। তবে ঘটনার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার