বিয়ের আগের রাতে স্বামীকে ডেকে গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়েছেন এক নারী। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনায়। চিরঞ্জিত পাল নামের সেই যুবকের গলার মোট ১১টি সেলাই দিতে হয়েছে।
সেদিন রাতে ২০ বছর বয়সী দীপা পণ্ডিত নিজেই ফোন করে চিরঞ্জিত পালকে ডেকে এনেছিলেন। আব্দার করেন কানামাছি খেলার। হবু স্বামীর চোখ বেঁধে দিয়েই গলায় কোপ দেন। সঙ্গে ছিলেন বান্ধবী নাসিমা। মঙ্গলবার কালনা আদালত তাদের ১৪ দিন জেল-হাজতে পাঠিয়েছে।
চিরঞ্জিত বলেন, পাঁচ বছরের সম্পর্ক আমাদের। খুব কাছ থেকে দেখেছি দীপাকে। ঘা খেয়ে বুঝলাম, চোখ বন্ধ করে ভরসা করার জায়গাটা তৈরি হয়নি।
বর্ধমানের এসপি কুণাল অগ্রবাল বলেন, তদন্তে দুই তরুণী সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে। তবে নিশ্চিত না হয়ে কিছু বলা উচিত হবে না।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা