নিয়ম অমান্য করার অপরাধে এক নারীকে তল্লাশির নামে বিমান থেকে টেনে হিঁচড়ে নামালো যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্টের নিরাপত্তারক্ষীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানে চড়ার আগে বেশ কয়েকটি নিয়ম মানতে হয় যাত্রীদের। সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্রের তল্লাশি করা হয়। সেই নিয়মই ভেঙেই বিমানে উঠে পড়েন ওই নারী। এরপর তাকে বিমান থেকে নেমে যেতে বলেন বিমানের নিরাপত্তাকর্মীরা। নির্দেশ না শুনলে শুরু হয় ধাক্কাধাক্কি। তারপর বাধ্য হয়েই ওই নারীকে দু’হাত ধরে টেনে নামান বিমানের নিরাপত্তারক্ষীরা।
এ ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই দেখা যাচ্ছে নারীকে বসার চেয়ার থেকে টেনে দু'হাত ধরে নামাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। যদিও সেখানে এক নারী নিরাপত্তাকর্মী থাকলেও ওই নারীর হাত ধরে টেনে হেঁচড়ে নামাতে দেখা যায় এক পুরুষ নিরাপত্তারক্ষীকে।
এদিকে, ডেল্টা এয়ার লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী ঠিক কী কারণে বিমানে উঠেছিলেন সেটা এখনও পরিষ্কার নয়। ঘটনার পরেই জিজ্ঞাসাবাদের পুলিশ তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব