সম্প্রতি ডক্টর মহম্মদ নাসেরইফার্ড নামে একজন প্রত্নতত্ত্ববিদ বিশ্বের সবচেয়ে প্রাচীন পাথরের গুহাচিত্রটি আবিষ্কার করলেন। যা সত্যিই অত্যাশ্চর্য। তিনি এই পুরোনো পাথরের আঁকাটি খুঁজে পান পশ্চিম ইরানের খোমেনে। যেখানে জনবসতি নেই বললেই চলে। ডক্টর মহম্মদ নাসেরইফার্ড জানিয়েছেন, এই পুরোনো গুহাচিত্রটি খুঁজে পাওয়া গেছে এমন একটি পাহাড় থেকে, যেটি প্রায় হাজার বছর ধরে অক্ষত অবস্থায় রয়েছে। তিনি বলেন, কঠিন বিশ্লেষণের জন্য এবং টুল অ্যাক্সেস করার জন্য এই নক্সাটি বোধহয় তৈরি করা হয়েছিল বহু বছর আগে।
জানা যায়, ২০০২ সালে ৫০ হাজার প্রাচীন পেন্টিং তিনি আবিষ্কার করেন। বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতেই তিনি এই পেন্টিংগুলি খুঁজে পান। ২০০৮ সালে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ নাসেরফার্ড নেদারল্যান্ড ভ্রমণ করেন। তিনি জানিয়েছেন, যেখানে তিনি সবচেয়ে পুরোনো পেন্টিংটি খুঁজে পান, সেটিতে তিনি চার হাজার বছরের পুরোনো হরিণও দেখতে পান।
বিডি প্রতিদিন/এ মজুমদার