জঙ্গি গোষ্ঠী আইএস এমন একটি অ্যাপ বানিয়েছে যা দিয়ে সারা বিশ্বের নানা দর্শনীয় স্থাপত্য ধ্বংস করার গেমস খেলা যেতে পারে। ৯/১১-র আদলে টুইন টাওয়ার ধ্বংস করার গেম সেই অ্যাপে তো রয়েছেই। সঙ্গে থাকছে লন্ডনের বিগ বেন, ভারতের তাজমহল, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি ধ্বংস করার গেমসও।
আপাতত সিরিয়া এবং ইরাকের নেটওয়ার্কে এই গেম ডাউনলোড করে খেলা যাচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘হুরুফ অফ অ্যালফাবেট’। অ্যাপটির বিবরণে বলা হচ্ছে, বিদেশি এই সব স্থাপত্য ধর্মের বিরোধী। তাই এগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত!
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা