ক্যান্সারের বিরুদ্ধে অভিনব লড়াই করছেন চেয়ান শ নামের এক বডিবিল্ডার। নিজের বিয়ের তিন সপ্তাহ আগেই তিনি সোশ্যাল সাইটে ফিটনেস সংক্রান্ত একটি ভিডিও আপলোড করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার আপলোড করা বেশ কয়েকটি ভিডিও দেখে চোখে জল আসে বহু মানুষের। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত চেয়ান। এই রোগের সঙ্গে লড়াই করতে করতে তার শরীরে অনেক পরিবর্তন আসছে। বন্ধুদের সঙ্গে সেই পরিবর্তনকেই ভাগ করে নিতে চাইছেন ফিটনেস প্রেমী চেয়ান।
ওভারিয়ান ক্যান্সার একটি বিরল অসুখ। সচরাচর কোন নারী এই অসুখে আক্রান্ত হননা। যারা হয় তাদের বেঁচে থাকার একমাত্র উপায় কেমোথেরাপি। চেয়ানের এই অসুখ ধরা পরে গতবছর। তারপর থেকে বহু কেমো দেওয়া হয় তাকে। কিন্তু তেমন সাড়া দেয়নি তার শরীরে। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন চেয়ান। অস্ত্রোপচার করে তার প্রজনন অঙ্গও বাদ দেওয়া হয়ছে। তাও তিনি জানেন ক্যান্সারের ভয়ঙ্কর রোষ থেকে মুক্ত নন তিনি।
বডিবিল্ডিংয়ে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন চেয়ান। কিন্তু এই রোগ তাকে তার ভালবাসার থেকে ক্রমাগত দূরে সরিয়ে দিচ্ছে। একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, তার শরীরের লসিকায় ছড়িয়েছে এই মরণ রোগ। তথাকথিত সুন্দরী চেয়ানের মাথায় এখন আর ঘন সোনালি চুল নেই। শরীরের গঠনও আর আগের মতো নেই। কিন্তু তিনি এভাবেও সবার সম্মুখে আসতে লজ্জা পাচ্ছেন না। শত শত ক্যান্সার আক্রান্ত মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। মরণ রোগে আক্রান্ত হয়েও নিজেকে বাঁচিয়ে রাখতে চান এই তরুণী। তাই নিজেকে সবার সামনে এভাবেই মেলে ধরেছেন। ক্যান্সারের এই লড়াইয়ের খারাপ, ভাল সবই তিনি তুলে ধরছেন তার ভিডিওতে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৬/হিমেল