বায়ুমণ্ডলের ওজোন স্তর অক্ষত রাখতে হলে বেশি করে গরু পালতে শুরু করুন। তবে বিদেশি জাতের গরু নয়, পুষতে হবে দেশি প্রজাতির গরু। এমনই বিচিত্র তথ্য জানালেন ভারতের গুজরাটের আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. হিতেশ জানির।
সম্প্রতি হিতেশকে একটি গবেষণার দায়িত্ব দিয়েছিল গুজরাটের জামনগরের গরুসেবা এবং গোচার বিকাশ বোর্ড। সেই গবেষণার শেষে হিতেশ জানালেন, ওজোন স্তর নষ্ট হওয়ার পিছনে দায়ী বিদেশি গরু।
তার এমন বিচিত্র দাবির স্বপক্ষে হিতেশ বলেন, ‘বিদেশি গরুদের দেশি গরুর চেয়ে বেশি যত্ন করা হয়। তাদের বেশি খাবার দেওয়া হয়। বেশি খেয়ে শরীর খারাপ হয় বিদেশি গরুদের। তখন তাদের অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়ে তারা সারাদিন ধরে বর্জ্য ত্যাগ করে। ফলে তাদের শরীর থেকে বেশি পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়। এই মিথেন গ্যাসের কারণেই ওজোন স্তরে ছিদ্র হয়। বিশ্ব উষ্ণায়ন ঘটে।’
তবে হিতেশের এই হাস্যকর দাবিতে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪