এ মাসেই দুইট উৎসব। ইতোমধ্যেই বড়দিনের উৎসব শেষ। বাকি রয়েছে বর্ষবরণ উৎসব। পার্টি তো চলছেই, চলবে পুরোদমে। আর পার্টি মানে খানাপিনা তো থাকবেই। কিন্তু সেখানে খানার বদলে পিনা যদি একটু বেশি হয়ে যায়? তাহলে শরীর খারাপ তো হবেই। কী করবেন? বর্ষবরণের উৎসব যখন সারা পৃথিবী জুড়েই চলছে, তখন দেখে নেওয়া যাক, কোন দেশের নাগরিকরা বর্ষবরণের পার্টির ‘হ্যাংওভার’ কাটাতে কী করে থাকেন-
❏ হাইতির নাগরিকদের সংস্কার, বর্ষবরণের পার্টির পরে যদি শরীর খারাপ হয়, তাহলে আগের রাতে যে বোতল থেকে মদ্যপান করেছেন, সেই বোতলের ঢাকনায় ১৩টি পিন ফুটিয়ে দিলে নাকি শরীর ভাল হয়ে যায়।
❏ ইস্তোনিয়ার চালু রীতি আরও আজব। যে মোজা পরে আগের রাতে পার্টি করেছেন, সেটাকে গরম জল আর ভদকার মিশ্রণে ভেজাতে হবে। তারপরে সেই ভেজা মোজা পরেই গরম চা পান করতে হবে।
❏ মার্কিনদের কুংসস্কার- বড়দিনের পার্টির পরে শরীর খারাপ লাগলে ঘরে বসে থাকবেন না। রাস্তায় নেমে পড়ুন। জগিং শুরু করে দিন। জগিং করতে করতেই সৌজন্য বিনিময় করুন সকলের সঙ্গে। তাহলেই নাকি সুস্থ হয়ে উঠবেন।
❏ ভিয়েতনামবাসীদের ধারণা- নতুন বছরের পার্টিতে অতিরিক্ত পানভোজন করে যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কপালে একটি ফিতে বেঁধে রাখতে হবে। যাদের সঙ্গে নতুন বছরের পার্টি করেছেন, তাদের মধ্যে কেউ যদি এসে ফিতেটিতে হাত বুলিয়ে যান, তাহলে নাকি আপনিও সেরে উঠবেন।
❏ হাঙ্গেরিবাসী বিশ্বাস করেন নতুন বছরের পার্টির পরে শরীর খারাপ হলে চড়ই পাখি খুঁজতে হয়। চড়ইদর্শনের পরে হাতে পানীয়ের গ্লাস নিয়ে নিজের আরোগ্যের জন্য প্রার্থনা করেন তারা।
❏ দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা পার্টি করার পরে সুস্থ হয়ে উঠতে ভেড়ার যকৃৎ ভেজে খান। এই পদ্ধতি কতটা কার্যকরী জানা নেই, তবে সুস্বাদু তো বটেই।
❏ রোমে বর্ষবরণের পার্টির পরে আস্ত ক্যানারি পাখি ভেজে খাওয়ার রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে।
❏ ইতালিতে আবার বিশ্বাস করা হয় পার্টির পরের শরীর খারাপ এড়াতে ব্যবস্থা নিতে হয় আগে থেকেই। আর তার জন্য ইতালিবাসী পার্টির শেষে খান ষাঁড়ের যৌনাঙ্গের রোস্ট!
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল