বলা হয়ে থাকে যে, পৃথিবীর স্থলচর দ্রুতগামী প্রাণী হল চিতাবাঘ। এরা সেকেন্ডে প্রায় ১০ মিটার গতি তুলতে পারে। প্রথম তিন লাফেই এদের গতি ওঠে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি! এরা ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১১২ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। স্থলচর প্রাণীদের মধ্যে চিতাই সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন।
সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে যে, দ্রুতগামী এ চিতাবাঘটি দ্রুতই বিলুপ্ত হতে যাচ্ছে। গবেষণায় জানা যায়, এখন বিশ্বের দ্রুততম স্তন্যপায়ী প্রাণীর সাত হাজার এক শ জঙ্গল ছেড়ে দিয়েছে। চিতার বিচরণক্ষেত্র লোকালয়ের কাছাকাছি হওয়ায় মানুষের সঙ্গে চিতার সংঘর্ষ বেড়েই চলছে। বিশ্বের অর্ধেকেরও বেশি চিতা দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় ছয়টি দেশে বেচে থাকার সংগ্রাম করছে। তাই গবেষণায় জরুরি ভিত্তিতে বিপন্ন প্রায় প্রজাতিগুলোর পুনঃশ্রেণি বিন্যাসের জন্য আহ্বান জানানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার