ফ্রান্সের ওয়েস্ট কোস্টে লা রচেলের কোল ঘেঁষে একটি দ্বীপ আছে। ইলে-দে-রে বা রেয়া নামের এই দ্বীপ গরমকালে পর্যটকদের ঢুঁ মারার একটা সেরা জায়গা। মৃদুমন্দ বাতাস, অপেক্ষাকৃত নিচু তল, বালিমাখা সি-বিচ আর ঠান্ডা কনকনে আবহাওয়ায় অনেকেই রেয়া দ্বীপে গা-ভাসাতে যান।
তবে এই জায়গার আকর্ষণ শুধু আবহাওয়া আর প্রাকৃতিতেই আটকে নেই। আরো এক মজার জিনিস আছে। তা হলো এই দ্বীপে অনেকেরই পেট চলে, লবণের ব্যবসা করে। সেই লবণ সমুদ্রের ধার থেকে বয়ে নিয়ে যায় খচ্চর বা গাধারা। আর সেই গাধাদের রাখা হয় পাজামা পরিয়ে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার