ভারতের দক্ষিণ দিল্লির হজ খাস এলাকার একটি নৈশক্লাবে গত ৩১ ডিসেম্বর রাতে বর্ষবরণ উদযাপন করতে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন ৩০ বছর বয়সী ব্যবসায়ী দীপক টন্ডন। ঝগড়া করতে করতে রাগের চোটে নিজের মাথায় মদের বোতল ভেঙে তিনি আত্মহনন করেন।
দেশটির থানা পুলিশ জানিয়েছে, সেখানে মিউজিক চালানো নিয়ে অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দীপক। উপস্থিত সকলে তাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। রাগের চোটে এবং মদের ঘোরে নিজের মাথায় একটি বিয়ারের বোতল ভেঙে ফেলেন তিনি। পুলিশ আরো জানায়, রাজধানীতে নববর্ষ উদযাপন করতে লুধিয়ানা থেকে দুজন বন্ধুর সঙ্গে এসেছিলেন দীপক। পুলিশের কাছে তার বন্ধুরা জানান, ঘটনার সময় তারা ভিতরে ছিলেন না।
বিডি প্রতিদিন/এ মজুমদার