কয়েকদিন ধরেই ভারতের মহারাষ্ট্রের চালিশগাঁও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতাবাঘ। খবর পেয়েই বীরদর্পে নিজের পিস্তল হাতে নিয়ে চিতাবাঘ শিকারে বেরিয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের পানিসেচ মন্ত্রী গিরিশ দত্তাত্রেয় মহাজন। কিন্তু চিতাবাঘ ধরা তো দূরের কথা নিজের পায়েই গুলি করে বসলেন মন্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিস্তলের মুখ নীচের দিকে করে ঝোঁপের মধ্যে চিতাবাঘ খুঁজছিলেম মন্ত্রী। অসতর্ক হয়েই গুলে চলিয়ে ফেলেন তিনি। তারপর যা হল তা তো বলার অপেক্ষা রাখে না। চিতাবাঘ ছেড়ে মন্ত্রীকে নিয়েই শোরগোল পড়ে যায় গ্রামে। মন্ত্রীর এই কীর্তির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চিতাবাঘের মতো বিরল প্রজাতির প্রাণীকে শিকার করতে গিয়েছেন মন্ত্রী এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। বিরোধীরা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। গিরিশ মহাজনের বিরুদ্ধে ফড়নবীশ সরকারের পদক্ষেপ করা উচিত বলে দাবি জানিয়েছে কংগ্রেস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর