ভারতের বাঁকুড়ার বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিট এলাকায় একটি পূর্ণ বয়স্ক অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিট এলাকার বিষ্ণুপুর-তারকেশ্বর নির্মীয়মাণ রেল লাইনের ধারে গতকাল দুপুরে শিয়ালকোঁদা গ্রামে কয়েকজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় বিশালাকার একটি সাপ দেখে তারা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ ঘটনার পর ছুটে আসেন এলাকার মানুষজন। পরে তারা ঐ বিশালাকার সাপটিকে আটক করে বনদফতরে খবর দেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিশালাকার ঐ সাপটি দেখেই অজগর বলে অনুমান করেছিলাম। তাই দেরি না করে আমরা বনদফতরে খবর দিই।
দেশটির বনদফতর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ২০-২৫ ফুট। ওজন আনুমানিক প্রায় বিশ কেজির মতো। প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে বিষ্ণুপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার