প্রেমে মত্ত প্রেমিকযুগল৷ কোনও বাধাই মানছে না তাদের সেই প্রেম৷ তাই সব রকম বাধা পেরিয়ে মত্ত হলেন তারা ঘনিষ্ঠতায়৷ প্রকাশ্যেই স্টেশনের প্ল্যাটফর্মেই যৌনতায় মত্ত হলেন তারা৷ ঘটনাটি ঘটেছে অট্রেলিয়ার মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনে৷
ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন৷ অস্ট্রেলিয়ার অন্যতম একটি ব্যস্ত রেলস্টেশন৷ শনিবার রাত তখন ১১টা৷ কেউ অফিসে কাজ সেরে কিংবা কেউ বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলেন৷ লোকজনের ভিড়, সিসিটিভি ক্যামেরা সব পেরিয়েই যৌনতায় আবদ্ধ হয়েছিলেন সেই প্রেমিক-প্রেমিকা৷
আশেপাশের কারও কোনও মন্তব্যই কানে নেননি৷ নিজেদের মতনই তারা পারিপার্শ্বিক দুনিয়া কার্যত ভুলে গিয়ে তারা একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হলেন৷ আর তারপরই একের পর এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন তারা যা দেখে একেবারে হতবাক হয়ে গেলেন সকলে৷
কিন্তু আইনের হাত থেকে মুক্তি মেলেনি সেই যুগলের৷ দুজনকেই গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, প্ল্যাটফর্মে আচমকাই দু’জনে জামাকাপড় খুলে ফেললেন৷ প্রসঙ্গত, তারা শুধু নগ্ন হয়ে যৌনতায় আবদ্ধই হননি৷ মেলবোর্নের টাউন হল থেকে তারা দুটি প্ল্যান্টও চুরি করে নিয়েছেন৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর