বিজ্ঞানের এই যুগে মানুষ পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটি কোণায়। সৌরজগৎ থেকে শুরু করে সাগরের তলদেশ পর্যন্ত আবিষ্কার করেছে মানুষ। আর তারই জের ধরে বিজ্ঞানীরা সম্প্রতি সমুদ্রতলে সম্পূর্ণ নতুন প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন।
প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা অববাহিকায় মাছটির সন্ধান পাওয়ায় বিজ্ঞানীরা এর নাম মারিয়ানা নেইলফিস নাম দিয়েছেন। যে অংশে মাছটির সন্ধান পাওয়া গেছে, বিজ্ঞানীরা বলছেন সেটি পৃথিবীর অন্যতম গভীরতম এলাকা। বিজ্ঞানীরা জানিয়েছেন, মারিয়ানা নেইলফিস নামের ওই মাছ সমুদ্রের অন্তত ৮ হাজার ফিট গভীরে বসবাস করে।
এ ব্যাপারে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একটি প্রামাণ্য চিত্র প্রচার করেছে। সেখানে বলা হয়েছে, এ যাবৎ কালে সমুদ্র তলের যতো প্রাণীর সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন এটি তার অন্যতম।
এ প্রসঙ্গে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লিনলে জানিয়েছেন, ৮ হাজার ফুট গভীরে বসবাস করলেও পানির চাপে মাছটির কোনো ক্ষতিই হয় না। মাছটির শরীরে ট্রিম্যাথিলামিন নামক একধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ রয়েছে। যার কারণে পানির নীচে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও মারিয়ানা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।
তবে প্রয়োজন না হলে এই মাছ কখনও সমুদ্রের উপরে আসে না বলেও জানান ওই গবেষক।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ