প্রতিদিনের ন্যায় সেদিনও বাড়ির সামনে খেলছিল ৮ বছর বয়সের একটি কন্যা শিশু। খেলার সময় তাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ৮৭ বছরের এক বৃদ্ধ। আর তার সঙ্গে ঘুরতে গিয়েই বিকৃত যৌন লালসার শিকার হয় শিশুটি।
ভারতের দিল্লির নাড়েলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে আট বছরের শিশুটিকে তার বাড়ির সামনে থেকেই তুলে নিয়ে যায় ওই বৃদ্ধ। অভিযোগ, ঘুরতে গিয়ে তাকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে জড়ো হওয়ার আগেই পালিয়ে যায় বৃদ্ধ।
তবে এ ঘটনায় বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন