ভারতের কর্ণাটকের এক ব্যক্তি দাঁত তুলতে গিয়ে মারা গেলেন। মর্মান্তিক এই ঘটনায় অভিযোগের তির চিকিৎসকের দিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৮ ডিসেম্বর খাদের নামের ওই ব্যক্তির তিনটি দাঁত তোলেন ভিরেগ মাগালাদ নামের এক চিকিৎসক। খাদেরের পরিবারের অভিযোগ, রত্না ক্লিনিকে দাঁত তোলার পর থেকেই তার ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে। এর পর তাকে ভর্তি করা হয় কর্ণাটক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, আরও ২ দিন আগে খাদেরকে এখানে নিয়ে এলে হয়তো তাকে বাঁচানো যেত।
পুরো ঘটনায় অভিযুক্ত চিকিৎসক। কেবল চিকিৎসায় গাফিলতিই নয়, তার বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। খাদেরের পরিবারের দাবি, ১১ ডিসেম্বর খাদেরকে দেখতে চিকিৎসক মাগালাদ ওই হাসপাতালে যান। আইসিইউতে গিয়ে তিনি খাদেরের টিপ-সই নিয়ে নেন একটি কাগজে, যেখানে লেখা ছিল রোগীর শারীরিক অবস্থার জন্য চিকিৎসক দায়ী নয়। পাশাপাশি ওই চিকিৎসক খাদেরের পরিবারকে ১০ হাজার টাকাও ক্ষতিপূরণ দেন বলে জানা গিয়েছে।
যদিও চিকিৎসক মাগালাদ এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। উল্টে তার দাবি, হাসপাতালে খাদেরের উকিল তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তিনি বলেন, খাদেরের আত্মীয়রাই তার কাছ থেকে ক্ষতিপূরণ চান। মাগালাদ আরো বলেন, খাদেরের রক্তক্ষরণের ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি। সরাসরি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার