নবদম্পতি দেখতে বাধ্য হলেন যে তাদের ছেলেকে একটি জ্বলন্ত হোটেল থেকে উদ্ধার করা হচ্ছে। ওই আগুনে হোটেলে থাকা দুই অতিথির মৃত্যু হয়েছে। গত শনিবার বিয়ে করেন অ্যান্ডু ও লুইস লোগান। মধুচন্দ্রিমায় এসে তারা দক্ষিণ স্কটল্যান্ডের হৃদের ধারে পাঁচ তারকা হোটেল ক্যামেরন হাউজে উঠেছিলেন। সেই হোটেলেই ভীতি ছড়িয়ে দেয় ভয়াবহ অগ্নিকাণ্ড।
তাদের ছেলে জিমিকে দমকল বাহিনীর এক কর্মী উদ্ধার করেন। ছেলেটিকে কোলে নিয়ে ওই কর্মী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। ঘটনাস্থলেই এক অতিথি মারা যায়। স্কটল্যান্ডের রয়্যাল আলেক্সান্ড্রা হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও একজন। নিশ্বাসের সঙ্গে ধোঁয়া প্রবেশ করায় জিমিকেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
হোটেলটি ১৮শ' শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। ৮০ মিলিয়ন পাউন্ডে নির্মিত ওই হোটেলে রবি উইলিয়ামস, ক্যামেরন ডায়াজ, সিন কনেরির মতো শোবিজ তারকারা প্রায় আসেন। এখনই সেটিই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা