গলায় তীর নিয়েই উড়ে বেড়াচ্ছে হাঁস। তাকে সাহায্যের জন্য এগিয়ে গেলেও বারবার উড়ে পালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান গ্যাব্রিয়েল ভ্যালিতে ঘটেছে এ ঘটনা।
ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার বনেলি রিজিওনাল পার্কে কানাডিয়ান জাতের ওই হাসটিকে কেউ তীরবিদ্ধ করে। এরপর থেকে গলায় তীর নিয়েই ঘুরে বেড়াচ্ছে হাঁসটি।
প্রায় ২২ দিন আগে তীরবিদ্ধ ওই হাঁসটি সবার নজরে আসে। এরপর থেকে হাঁসটিকে ধরার চেষ্টা চলছে। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রীতিমতো নেট নিয়ে মাঠে নেমে পড়েছে রেঞ্জাররা।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা