১০ লাখ মার্কিন ডলারের একটি লটারির প্রকৃত বিজয়ী কে তা নির্ধারণ করতে ডিএনএ টেস্ট করতে যাচ্ছেন কর্তৃপক্ষ। থাইল্যান্ডে অনুষ্ঠিত ওই লটারির বিজয়ী হিসেবে পৃথক দুই ব্যক্তি দাবি করলে এই সিদ্ধান্ত নেন কর্তপক্ষ। খবর নিউজউইকের।
জানা যায়, থাইল্যান্ডে ১০ লাখ মার্কিন ডলারের একটি লটারির ড্র গত মাসে অনুষ্ঠিত হয়েছে। এতে লটারি জিতেছেন দেশটির একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তবে লাটারির ওই টিকিটটি নিজের দাবি করেছেন এক শিক্ষক। তিনি বলেছেন, 'তার কাছ থেকে টিকিটটি হারিয়ে গিয়েছিল।' এই দাবির প্রেক্ষিতে শুরু হয়েছে ঝামেলা। তবে লটারি জয়ী টিকিটের অপর দাবিদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য চারুন উইমন (৬২) ইতোমধ্যে ৯ লাখ ২০ হাজার ডলার তুলে নিয়েছেন।
তবে টিকিটের দাবিদার পৃথক দু'টি পক্ষ হওয়ায় প্রকৃত মালিক নির্ধারণে মাঠে নামছে ফরেনসিক পুলিশ। সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, এখনও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, কারণ ডিএনএ প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
আগামী মাসে ডিএনএ পরীক্ষার ফলাফল হাতে আসতে পারে বলে জানিয়েছেন একজন ফরেনসিক কর্মকর্তা।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম