ছোট্ট একটি পাখির কারণে যুক্তরাষ্ট্রে বাতিল হলো বিমানের ফ্লাইট। কেউ বলছেন পাখিটি চড়ুই, কেউ বলছে হামিং বার্ড। সম্প্রতি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১৯৪৩ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট থেকে আটলান্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যেই পাইলট আবিস্কার করেন ককপিটে থাকা ছোট পাখিটিকে।
বোর্ডিংয়ের সময় অনাকাঙ্ক্ষিত ওই যাত্রী বিমানে চড়ে বসে বলে বিবৃতিতে জানিয়েছে ডেল্টা এয়ারলাইন্স। পাখিটিকে দেখার পরপরই বিমানটিকে ঘুরিয়ে নিয়ে ডেট্রয়েট আসেন পাইলট। কোনো দুর্ঘটনা ঘটেনি। পাখিটিকে ধরে পরে মুক্ত করে দেয়া হয়। সূত্র : ডেট্রয়েট নিউজ
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৮/ফারজানা