দাঁত ঝকঝকে রাখতে টুথপেস্ট দিয়ে ব্রাশ করতেই হয়। টেলিভিশনের দৌলতে নানা রকমের টুথপেস্টের সঙ্গেই পরিচয় রয়েছে আমাদের। পছন্দমতন এক একজন এক একরকমের টুথপেস্টের ব্যবহার করেন। কিন্তু টুথপেস্ট ব্যবহার করলেও কখনো টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন চৌকো অংশটি খেয়াল করেন না অনেকেই।
এক একটি টুথপেস্টে এক এক রংয়ের থাকে এটি। সবুজ, নীল, লাল, কালো রঙের এই ছোট্ট বাক্সটিকে নিয়ে হয়তো কোনও মাথাব্যাথা নেই কারও। কিন্তু এগুলির পেছনেও একটি কারণ রয়েছে৷ রয়েছে আলাদা আলাদা অর্থ। রং ভেদে পেস্টগুলির আলাদা আলাদা মানে আছে৷
১। নীল-
এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়৷
২। লাল-
এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
৩। কালো-
এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়৷
৪। সবুজ-
যেসমস্ত পেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়৷
আপনার টুথপেস্টের চৌকা বাক্সটি কোন রংয়ের তা মিলিয়ে নিন ওপরের তথ্য দেখে৷ তাহলে নিজেই বুঝে নিতে পারবেন কোনও ক্ষতি করছেন না তো নিজের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর