মোটরসাইকেলের আবদার পূরণ না হওয়ায় পাঁচতলা আবাসনের কার্নিসে উঠে পড়ল এক কিশোর। সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকিও দিলো সে। প্রায় ৬ ঘণ্টা ধরে দমকল কর্মীদের কালঘাম ছুটে গেল তাকে উদ্ধার করতে।
সেই কিশোরের নাম অঙ্কিত সিংহ। সোমবার সকালে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সে নিজেই বাইক চালিয়ে ডাক্তারের চেম্বারে বাবাকে নিয়ে যেতে চায়। অঙ্কিতের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তার বাবা রাজি হননি। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পৌঁছয় অঙ্কিতকে চড় মারেন তার বাবা।
প্রতিবেশীরা জানান, এরপর সোমবার বেলা ১১টা নাগাদ পাঁচতলার কার্নিসে উঠে পড়ে সে। ওই আবাসনেই তিন তলার একটি ফ্ল্যাটে থাকে অঙ্কিতরা। হাজার কাকুতি-মিনতি করেও তাকে কার্নিস থেকে নামানো যায়নি। শেষে দমকলে খবর পাঠানো হয়। কিন্তু দমকল কর্মীরা মই দিয়ে তার কাছে পৌঁছনোর আগেই সে লাফিয়ে অন্য কার্নিসে চলে যায়। এ ভাবেই দিনের বেশির ভাগ সময়টা কেটেছে।
তবে কোন দুর্ঘটনা যেন না ঘটে, তাই আশপাশের ভিড় সরিয়ে নীচে জাল বিছিয়ে রাখার ব্যবস্থা করে ফেলে দমকল কর্মীরা। পাশাপাশি তাকে বোঝানোরও চেষ্টা চালিয়ে যান তারা। পরে সোমবার বিকাল ৫টা নাগাদ সে নিজেই দমকলের মই বেয়ে নীচে নেমে আসে। নিচে ততক্ষণে এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। তাতে করেই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর