ভারতের দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে পছন্দ মতো গান বাজাতে রাজি না হওয়ায় ডিস্ক জকিকে গুলি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে।
অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ সন্তোষ কুমার মীনা জানিয়েছেন, শহরের বেশ কিছু স্থানে তল্লাশি চালিয়ে পুলিশের একটি বিশেষ দল রবি, সচিন, যোগিন্দর, দীপক এবং তার মাকে গ্রেফতার করে।
আহত ডিজে ববি সিং অভিযোগ দায়ের করার সময় জানিয়েছেন, সে তাদের পছন্দের গান না বাজানোয় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে এও জানায় যে, দীপক এবং রবিই তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। তাদের থেকে ২ পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন