প্রবল বৃষ্টিতে শহরের রাস্তা হয়ে গেল নদী। ভাসিয়ে নিয়ে গেল শতাধিক গাড়ি, স্থানীয় দোকানঘাট। দেখলে মনে হবে সিনেমার দৃশ্য। কিন্তু তুরস্কের রাজধানী আঙ্কারার মামাক জেলাতেই বন্যার সময়ে দেখা গেল এমন অবিশ্বাস্য দৃশ্য। ভিডিও হয়ে গেল ভাইরাল।
জানা গেছে, গত শনিবারের অপরাহ্নের সেই বন্যা সম্পর্কে আঙ্কারার মেয়র মুস্তাফা টুনা জানিয়েছেন, ‘‘এমন প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা এই প্রদেশে কখনও ঘটেনি।’’
শনিবার বিকেলের সেই ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে ঢুকতে থাকে গাড়ি। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সর্বমোত ১৬০টি গাড়ি বন্যার তোড়ে ভেসে গিয়েছে। ভেঙে গিয়েছে অন্তত ২৫টি দোকান। ঘটনা আহত হয়েছেন অন্তত ৬ জন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর