ভারতের কানপুর রেলওয়ে স্টেশনের একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যবয়সী একজন পুরুষ এবং একজন নারীকে একটি স্কেলেটর বেয়ে নামার চেষ্টা করছেন অথচ ওই স্কেলেটরটি চলছে উপরের দিকে।
Mi Mumbaikar নামে ফেসবুকের একটি কমিউনিটি পেজে ভিডিওটি পোস্ট হবার পর অনেকেই তা শেয়ার করেছেন। ভিডিওটি দেখার পর কেউ কেউ ঘটনাটিকে হাসি-ঠাট্টার খোরাক বানিয়েছেন আবার কেউ বিষয়টিকে একটু সিরিয়াসভাবে নিচ্ছেন।
গ্রামীণ মানুষের প্রতি সমবেদনা দেখিয়ে একজন লিখেছেন, 'আপনাদের মধ্যে কতজন শেখার আগে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন? গ্রামের জীবন শহরের থেকে সম্পূর্ণ আলাদা।'
আবার ঠাট্টা ছলে কমেন্টে একজন লিখেছেন, 'এই হলো ভারত। যখন বিশ্ব সামনের দিকে এগিয়ে যাচ্ছে... আমাদের উন্নতি পেছনের দিকে নিয়ে যাচ্ছে।'
তবে অনেকেই স্কেলেটরের ব্যবহার সম্পর্কে একটি গাইডলাইন দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৮/ ওয়াসিফ