সবজি বিক্রেতার বিদ্যুৎ বিল সাড়ে আট লাখ টাকা। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এমনটাই ঘটেছে। শেষে দুশ্চিন্তায় আত্মহত্যা করেছেন সেই সবজি বিক্রেতা।
মৃত সবজি বিক্রেতার নাম জগন্নাথ নেহাজি শেলকে। বৃহস্পতিবার রাতে তিনি নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি জানান, বিদ্যুৎ বিল এত বেশি আসায় দুশ্চিন্তায় পড়ে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, জগন্নাথের কাছে এপ্রিল মাসের ইলেকট্রিক বিল আসে ৬১,১৭৮ ইউনিট। বিল অনুযায়ী যার অর্থমূল্য প্রায় ৮ লক্ষ ৭৮ হাজার টাকা। ঘটনার পরেই নিজের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে সেই বিদ্যুৎবণ্টন সংস্থা।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দশমিকের গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। আদতে জগন্নাথের বিদুৎ খরচ হয়েছিল ৬,১১৭.৮ ইউনিট। দশমিক না পড়ায় তা গিয়ে দাঁড়িয়েছে ৬১,১৭৮ ইউনিটে। তার ফলেই কয়েক লাখ টাকা বিদ্যুৎ বিল চলে আসে জগন্নাথের দেহে। ৬,১১৭.৮ ইউনিট হিসাবে জগন্নাথের বিদ্যুৎ বিল দিতে হত ২,৮০৩ টাকা।
ইতিমধ্যে সংস্থার সুশিল কাশিনাথ কোলি নামে এক অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্টকে সাসপেন্ড করা হয়েছে। তবে এই সংস্থাই প্রথমে দাবি করেছিল জগন্নাথের মৃত্যুতে তাদের কিছুই করার নেই। পরে সোশ্যাল মিডিয়ায় জগন্নাথের সুইসাইড নোটের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় চাপের মুখে ব্যবস্থা নেয় সেই বিদ্যুৎ বণ্টন সংস্থা।
তবে সংস্থার এই পদক্ষেপে খুশি নন জগন্নাথের পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই ঘটনায় দোষী কর্মকর্তাদের গ্রেফতার করতে হবে। তা না হলে হাসপাতাল থেকে জগন্নাথের মরদেহ নিয়ে আসবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর