সুপ্রাচীন কাল থেকে সর্বজন প্রচলিত প্রথা- কুকুর প্রভুভক্ত প্রাণী। তবে অবিশ্বাস্য হলেও এটি সত্য ঘটনা- মনিবকে পোষা কুকুরই পিস্তল ঠেকিয়ে গুলি করে! মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে ঘটনাটি ঘটে। শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।
জানা যায়, কুকুরের সঙ্গে খেলা করার সময় ৫১ বছর বয়সী রিচার্ড রেমি নামের এক ব্যক্তিকে গুলি করেছে তার পোষা কুকুরটি। রিচার্ড রেমি আদর করে কুকুরটির নাম রেখেছিলেন বালিউ।
তবে গুলিতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি জানিয়ে রিচার্ড বলেন, বালিউয়ের সঙ্গে খেলায় মেতেছিলেন আমি। একপর্যায়ে সে খুব উত্তেজিত হয়ে আমাকে গুলি করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার