যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরায় হাইজ্যাকারের চুরি করা গাড়ি থেকে ১১ বছর বয়সী একটি মেয়ের ঝাপ দিয়ে রাস্তায় পড়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এ সময় তার বাবাও ঝাপ দিয়ে পড়েন।
পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। যেটি পরে অরোরা পুলিশ ডিপার্টমেন্টের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
ধারণকৃত ফুটেজে দেখা যাচ্ছে, মেয়েটি গাড়ির পেছনের দিকের যাত্রীদরজা খুলে পিচের ওপর ঝাপ দেয়। এসময় তার বাবা ওই গাড়ি থেকে পাশের গাড়ির ছাদের ওপর চলে যায়। দ্বিতীয় গাড়িটিও যখন হঠাৎ গতি তুলে চালানো শুরু করে তখন সেটা থেকেও লাফিয়ে নেমে আসেন বাবা।
পরে পুলিশ আসার আগে মেয়েকে এসে শান্ত করেন তিনি। তবে বড় ধরণের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন বাবা-মেয়ে দু'জনই।
তবে হাইজ্যাক হওয়া গাড়িটি ঘটনার এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি হাইজ্যাকার সন্দেহে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেফতারও করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৮/ ওয়াসিফ